সোনামুড়া থেকে তিন মানব তস্করকে ধরেছে অসম পুলিশ

বাজারিছড়া, ২ অক্টোবর (হিঃস)৷৷ রাজ্যের  ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সোনামুড়া এলাকা থেকে তিন মানব তস্করকে আটক করেছে অসম পুলিশ এবং সীমান্ত পুলিশ৷ ঘটনার বিবরণ দিয়ে করিমগঞ্জ জেলার পাথারকান্দি নির্বাচন কেন্দ্র এলাকার বাজারিছড়া থানার ওসি মনোজ রাজবংশী জানান, নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার সীমান্ত পুলিশের দুই অফিসারকে সঙ্গে নিয়ে তিনি পশ্চিম ত্রিপুরার সোনামুড়ায় যান৷ সেখানে গিয়ে সোনামুড়া থানার পুলিশ অফিসারদের সহায়তা নিয়ে আন্তর্জাতিক সীমান্তের গ্রামে হানা দিয়ে তিন মানব পাচারকারীকে ধরেন তাঁরা৷ এরপর যথাবিহিত প্রক্রিয়া শেষ করে এদের নিয়ে আজ সোমবার ভোরে বাজারিছড়ায় এসে পৌঁছেছেন৷ ধৃতদের তিন যুবক যথাক্রমে সুমন চৌধুরী, সাহজাহান চৌধুরী এবং ফারুখ মিয়া চৌধুরী বলে পরিচয় পাওয়া গেছে৷ তিন দালালকে বাজারাছড়া থানায় ম্যারাথন জেরা চালানো হচ্ছে বলে ওসি রাজবংশী জানান৷ ওসি আরও জানান, এই তিন দালাল দীর্ঘদিন ধরে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ করাচ্ছিল৷ ভারতে প্রবেশ করানোর বিনিময়ে মাথাপিছু বাংলাদেশির কাছ থেকে দুই থেকে চার হাজার টাকা করে নিত এরা৷ সাম্প্রতিককালে কয়েকজন বাংলাদেশি আসম-ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি এলাকায় গ্রেফতার হয়েছিল৷ তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই তিন তস্করের নাম জানতে পারে পুলিশ৷ সে অনুযায়ী রাজ্য পুলিশের শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ করা হয়৷ এর পর শীর্ষস্তরের পুলিশ আধিকারিকের নির্দেশে গতকাল ত্রিপুরার সোনামুড়ায় যান বাজারিছড়া থানার পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এখনও সদুত্তর পাওয়া যায়নি৷ এদিকে অসম পুলিশের গতকালের অভিযান সম্পর্কে কোনও তথ্যই দিছে চাইছে না ত্রিপুরা পুলিশ৷ রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করেছে৷