মুম্বই, ২ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানে নেমে স্বচ্ছতার বার্তা দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। বললেন, এই দেশ আমাদের বাড়ি। তাই নিজের বাড়ির মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত গোটা দেশকে। সবাইকে এই কাজে এগিয়ে আসতে হবে। অভিনেত্রীর কথায়, “দেশ আমাদের বাড়ি। তাই একে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। পরিষ্কার পরিচ্ছন্নতা দেহ ও মনকে সুস্থ রাখে। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার।”
গতকাল মুম্বইয়ের ভারসোবা বিচে গিয়েছিলেন অভিনেত্রী। সেই এলাকা পরিষ্কারে হাত লাগান। সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা-বাবা ও গোটা একটা টিম। তাঁরাও কর্মসূচীতে অংশ নেন।
সারা বছর এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা উচিত বলে মত প্রকাশ করেন অনুষ্কা। অনুষ্কা জানিয়েছেন, পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে স্বচ্ছতার বিকল্প নেই।
2017-10-02