মুম্বই, ১ অক্টোবর (হি.স) : মহারাষ্ট্রের বিদ্রোহী কংগ্রেস নেতা নারায়ণ রানে নতুন দল গড়তে চলেছেন। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন কংগ্রেস থেকে সদ্য বেরিয়ে আসা এই নেতা। নতুন দলের নামও রবিবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন নারায়ণ রানে। মহারাষ্ট্র স্বভিমান পক্ষ নামে রাজনৈতিক দল গড়ে নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে চলেছেন এই নেতা।
দলের নীতি কি হবে সেই বিষয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ধর্মনিরপেক্ষতা এবং জন সাধারণের সেবা করাই তার নতুন দলের লক্ষ্য হবে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করেছেন বলে জানিয়েছেন তিনি। নারায়ণ রানে জানিয়েছেন ১২ বছর আগে অনেক আশা নিয়ে নিয়ে তিনি জাতীয় স্তরের দল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাকে হতাশ করেছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করার জন্য শিবসেনা প্রধানের বিরুদ্ধে তোপ দেগেছেন নারায়ণ রানে।