হায়দরাবাদ, ১ অক্টোবর (হি.স.) : সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে তেলেঙ্গানায় মৃত্যু হল ৪০ জনের৷ মৃতদের মধ্যে ৩০ জন হায়দরাবাদের বাসিন্দা৷
এখনও পর্যন্ত তেলেঙ্গানায় ১ হাজার ৮৭৬ জন সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়েছে৷ এর মধ্যে হায়দরাবাদ, রঙ্গ রেড্ডি ও মেডচল জেলা থেকে ১ হাজার ৪৫০ জনের সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হওয়ার খবর এসেছে৷ তার মধ্যে থেকে মোট ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ প্রতিদিন গড়ে প্রায় ২ থেকে ৩ জনকে গান্ধী হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে৷ এখন গান্ধী হাসপাতালে ১২ জন সোয়াইন ফ্লু রোগীর চিকিৎসা চলছে৷ এছাড়া ৬ জনের মধ্যে সোয়াইন ফ্লুয়ের লক্ষণ দেখা দিয়েছে৷ এদের মধ্যে বেশিরভাগই মহিলা৷ বয়স ৪৫ থেকে ৫০-এর মধ্যে৷
তবে শুধু তেলেঙ্গানা নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকে গত বেশ কয়েকমাস ধরে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হওয়ার খবর আসছে৷ এর আগে দিল্লিতে ৫ জনের মৃত্যুর খবর এসেছে৷ তবে বেসরকারি মতে সেখানে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷