গায়িকা লতা মঙ্গেশকরের সই নকল, ধরা পড়ল এক জালিয়াত

মুম্বই, ২২ সেপ্টেম্বর (হি.স.) : কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সই নকল করে টাকা তুলতে গিয়ে ধরা পড়ল এক জালিয়াত৷ অভিযুক্তের নাম রেবতী খারে। সে মুম্বইয়ের নাল্লাসোপারার বাসিন্দা৷
অভিযোগ, দীর্ঘদিন ধরেই সে লতা মঙ্গেশকরের সই নকল করে টাকা তুলছিল৷ জালিয়াত রেবতীর বিরুদ্ধে লতা মঙ্গেশকর অভিযোগ দায়ের করেছেন। থানায় পুলিশের মুখোমুখি হতে হয়েছে তাঁকে৷সইটা প্রায় হুবহু৷ একঝলক দেখলে মনে হবে না জাল৷ সব জানতে পেরে মর্মাহত প্রবীণ শিল্পী৷
পুলিশ জানিয়েছে, মহেশ রাঠোর নামে এক ব্যক্তির নজরে আসে জালিয়াতির বিষয়টি৷ তিনি জানান, রেবতী খারে নামে ওই মহিলা লতা মঙ্গেশকরের সই ও সিলমোহর লাগানো কার্ড বিলি করছিলেন৷ এমনকি, সমাজসেবামূলক কারণ দেখিয়ে নানা ব্যক্তির থেকে টাকা তুলছিলেন। এই সব প্রকল্পের সঙ্গে লতা মঙ্গেশকর জড়িত ভেবে নিয়ে অনেকেই টাকা দিয়েছেন রেবতীকে। কিন্তু অবশেষে রেবতী এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যিনি মঙ্গেশকর পরিবারকে ব্যক্তিগতভাবে চেনেন। তিনিই প্রথম বিষয়টি জানান লতা মঙ্গেশকরকে। আর তারপরেই সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ করেন খোদ শিল্পী৷