ফেব্রুয়ারির মধ্যে আধার লিঙ্ক না হলে বাতিল মোবাইল নম্বর, নোটিশ জারি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.) : অাগামী ২০১৮ সালের ফেব্রুয়ারির মধ্যে আধার লিঙ্ক না করলে বাতিল হতে পারে মোবাইল নম্বর। এবিষয়ে শনিবারই একটি নোটিস জারি করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার লোকনীতি ফাউন্ডেশনের সিম কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ নিয়ে একটি মামলার শুনানির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে এ সংক্রান্ত নির্দেশ পাঠায় সুপ্রিম কোর্ট। তারপরই বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র।
সূত্রের খবর, ভুয়ো পরিচয়পত্র জমা দিয়ে, সাধারণ মানুষের নামে কেনা সিম ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় অপরাধমূলক ও জঙ্গি কার্যকলাপ চালানোর ঝুড়ি ঝুড়ি প্রমাণ রয়েছে গোয়েন্দাদের কাছে। প্রতারণা, অপরাধমূলক ও জঙ্গি কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।