রাজ্যেও জাঁকজমক ভাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫  আগস্ট৷৷ আজ গণেশ বন্দনায় মেতেছে সারা রাজ্য৷ গোটা দেশের সাথে রাজ্যেও জাঁকজমক ভাবে পালিত হচ্ছে গণেশ চুতর্থী৷ সকাল থেকে গণেশ বন্দনায় ব্রতী হয়েছেন রাজ্যের জনগণ৷ রাজধানীর বিভিন্ন মণ্ডপ গুলিতে লক্ষ্য করা গেছে ব্যাপক কর্মব্যস্ততা৷ বছর দশেক আগেও যে পুজোয় শামিল হতে দেখা যায়নি এ রাজ্যের জনগণকে৷ সেখানে দিন পর দিন এর প্রভাব বেরেই যাচ্ছে৷ দক্ষিণ ভারতীয় ঘরানায় এখন পূর্ব ভারতেও পূজার্চনায় ব্রতী হতে দেখা যাচ্ছে এক শ্রেণীর উৎসুক জনগন, ব্যবসায়ীকে৷ গোটা দক্ষিণ ভারত সহ দেশের বাণিজ্য নগরী মুম্বই’র অনুকরণে এরাজ্যেও চলে ১০ দিন ব্যাপী গণপতি বাপ্পা’র আরধনা৷ বারো মাসে তেরো পার্বণের বাঙানি৷ আর এই বাঙালি সমাজের পাশাপাশি উপজাতিদের মধ্যেও এখন তড়িৎ বেড়ে গিয়েছে ‘‘গণপতি’’ আরাধনা৷ রাজধানী আগরতলায় পুজোর প্রচলন সবচেয়ে বেশী হলেও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে ‘গণপতির’ আরাধনা৷ অন্যদিকে পুজোে উপলক্ষ করে গত কদিন যাবতই হু হু করে বেড়ে যাচ্ছিল কাঁচামালের দাম৷ লাড্ডুর জন্য গতকাল রাত থেকেই ভিড় পরতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন মিষ্টি দোকানগুলিতে৷