চাকুরীর দাবীতে এবার মুখ্যমন্ত্রীর আবাসনে ধর্ণা নার্স প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫  আগস্ট ৷৷ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা সরকারী চাকরীর দাবীতে লাগাতর আন্দোলন৷ সিপিআইএম সদর কার্য্যালয়ে ঘেরাও এবং  দলের রাজ্য সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ এর ২৪ ঘন্টার ব্যবধানে শুক্রবার আবারো মাঠে নামলো কর্মপ্রত্যাশীরা৷ নার্স নিয়োগের ক্ষেত্রে এই বছর স্বাস্থ্য দপ্তর থেকে পরীক্ষা বাধ্যতা মূলক করতেই বিপত্তি দেখা দেয়৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের দ্বারস্থ হয়েছেন এদিন প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা৷ বিজন বাবুর কথায় সন্তুষ্ট হতে না পারায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে বলে খবর৷ তাঁদের দাবী, সিনিয়রিটি ভিত্তিক নিয়োগ করতে হবে৷ স্বাস্থ্য দপ্তর কেন্দ্রীয় আইনের আওতার মধ্যে থেকে নিয়োগ করতে গিয়ে পরীক্ষা বাধ্যতামূলক  করেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর৷ এই প্রেক্ষিতে, কর্মপ্রত্যাশীদের নেতা-মন্ত্রী ও লোক্যাল থেকে সুপারিশ নিয়ে চাকরীর রাস্তা বন্ধ হতেই ক্ষোভ আছড়ে পড়ে পার্টি অফিস থেকে মন্ত্রীর বাসভবনে৷ স্বাস্থ্য দপ্তরের অন্তর্ভূক্ত বিষয়টিকে দপ্তরের মন্ত্রী এবং আমলাদের সঙ্গে আলাপ আলোচনা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ স্বজন-পোষণ ও আদালতে ক্রমাগত  চাকরী কেলেঙ্কারীতে মুখ পুড়িয়ে সরকার নিয়োগ নিয়ে ঝুঁকি নিতে নারাজ৷ নার্স নিয়োগে পরীক্ষা পদ্ধতি সরিয়ে রেখে সিনিয়রিটি প্রাধান্য দেওয়ার কর্মপ্রত্যাশীদের দাবীর যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্ণ উঠছে সাধারণ মানুষের মধ্যে৷