উত্তরপ্রদেশের মিরটে ১৪৪ ধারা জারি করল প্রশাসন

মিরট, ১ আগস্ট (হি.স): মিরটের জেলাশাসক সমীর বর্মা জানিয়েছেন যে জেলার ৩০টি থানা এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ভারতীয় সংবিধানে বর্ণিত ১৪৪ ধারা জারি করা হয়েছে।রাখিবন্ধন,স্বাধীনতা দিবস,ঈদ-উল-জুহা ছাড়াও অতিরিক্ত লোকসেবা আয়োগের আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জেলায় ১ আগাস্ট থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলাশাসক জানিয়েছেন যে বিগতদিনে ঘটে যাওয়া কিছু ঘটনাকে নজরে রেখে এবং মিরট জেলার সংবেদনশীলতার কথা ভেবে প্রশাসন এই সিদ্বান্ত নিয়েছে।এছাড়াও প্রশাসনের বিভিন্ন বিভাগের আয়োজিত পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলোর পুর্বনিধারিত বার্ষিক পরীক্ষাগুলো যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হতে পারে,তার জন্যই প্রশাসনে এই সিদ্বান্ত ।কারণ প্রশাসনিক আধিকারিক মনে করছনে ১৪৪ ধারা জারি না হলে বিভিন্ন সংগঠন আবারও ধরনা ও আন্দোলন করতে পারে তার ফলে জেলার স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে পারে ।এমনকি এর ফলে অশান্তিও হতে পারে ।তার ফলে জেলার শান্তি ও শৃঙ্খলার উপর প্রতিকুল প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন জেলাশাসক।
আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তা হলে ব্যাবসাবাণিজ্য এবং শিল্পের বিকাশের ক্ষেত্রে ক্ষতি হতে পারে।মিরিট সংবেদনশীল জেলা বলে এর আগেও কোন ছোট ঘটনা থেকে বড় সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটেছে ।আগামীদিনে এরকম ঘটনা যাতে না ঘটে তাই ১ আগাস্ট থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা জেলা জুড়ে ১৪৪ ধারা জারি থাকবে ।প্রশাসন সূত্রে জানা গেছে এই সময় কোন অরাজকতা সৃষ্টিকরী উপাদানকে কঠোর হাতে দমন করা হবে।যাতে করে কোনভাবেই জেলার শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত না হতে পারে ।