যান সন্ত্রাসে গুরুতর সহ চালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ মে৷৷ ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত এক গাড়ির সহ চালক৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটস্থিত জারুইলং বাড়ি এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে বারটা নাগাদ৷ বর্তমানে আহত যুবকের চিকিৎসা জিবি হাসপাতালে চলছে৷
এদিন জারুইলংবাড়ি এলাকার বাসিন্দা তথা জাহার মিয়া (১৬) নিজের গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকার সময় এই দুর্ঘটনাটি ঘটে৷ জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় আহত হয় জাহার মিয়া৷ তবে গাড়ি ধাক্কা দেওয়ার পর পালিয়ে যায় বলে খবর৷ এদিকে, আহত যুবকের দেহ জাতীয় সড়কে পরে থাকতে দেখে এলাকাবাসীরা তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ তার অবস্থা সংকটজনক হওয়াতে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷