ঐতিহ্য বুকে আগলে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য৷ ১৯৫৪ সালের ২রা অক্টোবর রাজ্যের বুকে আত্মপ্রকাশ ঘটে জাগরণ–এর৷ সূচনাই দৈনিক প্রকাশিত হয়৷ ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে যায় জাগরণ–এর নাম৷ সেদিনের একমাত্র দৈনিক সংবাদপত্রটি আজও সগৌরবে প্রকাশিত হচ্ছে৷ কালের বিবর্তনের সাথে জাগরণ–এরও পরিবর্তন হয়েছে৷ এনেছে আধুনিকতার ছোঁয়া৷ যুগের সাথে তাল মিলিয়ে হাত মিলিয়েছে প্রযুক্তির সাথেও৷ এসবের মধ্যে সত্যনিষ্ট খবর পরিবেশনে আজও অবিচল৷ নানা ঘাত–প্রতিঘাত সত্বেও এগিয়ে চলেছে৷ দিনে দিনে বেড়ে চলেছে মানুষের চাহিদা, বেড়েছে গ্রহণযোগ্যতা৷ জাগরণ লক্ষ্যে অবিচল৷
যুগের পরিবর্তনের সাথে সাথে জাগরণ তার নতুন রূপে মানুষের আরও কাছে যাওয়ার চেষ্টা করেছে। প্রযুক্তির সহায়তায় জাগরণ সম্পূর্ণ আলাদা পরিচিতি নিয়ে আত্মপ্রকাশ করেছে। আজ ডিজিটাল বিশ্বেও পা রেখেছে। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে জাগরণ শুরু করেছে খবর সরবরাহের সম্পূর্ণ আলাদা মাধ্যম। www.jagarantripura.com ওয়েব বিশ্বে প্রবেশের পর থেকেই নতুন নতুন চিন্তা মানুষের কাছে প্রতিনিয়ত পৌছে দেওয়া হচ্ছে। মুদ্রণ জগতের সাথে ডিজিটাল দুনিয়ায় সম্পূর্ণ আলাদাভাবে মানুষের স্বার্থে পথ চলতে শুরু করেছে।
ভাষা প্রতিটি মানুষের পরিচয়। এখন আমরা hindi.jagarantripura.com নিয়ে এসেছি। মাতৃভাষা বাংলা-র সাথে হিন্দিতে সংবাদ সরবরাহের উদ্দেশ্যে এই সাহসী পদক্ষেপ নিয়েছি। সত্য সকলের কাছে পৌছে দেওয়া আমাদের প্রধান ও একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। হাজার প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যে অবিচল থাকবই। এই পণ নিয়েছি। সমস্ত ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে এগিয়ে চলেছি। ফলে, মানুষের প্রত্যাশা যেমন বেড়েছে তেমনি বেড়েছে গ্রহণযোগ্যতাও।
