তেলিয়ামুড়া, ১ জুলাই : বৃহস্পতিবার সাতসকালে তেলিয়ামুড়া সব্জি বাজারের শেড ঘর থেকে উদ্ধার করা হয়েছেএক ব্যক্তির মৃতদেহ। ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া সবজি বাজারের শেড ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ রায়। তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সি কৃষ্ণ রায় প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি বাইসাইকেল সারাইয়ের কাজ করতেন। কৃষ্ণ বেশিরভাগ সময়ই বাড়ির বাইরেই থাকতেন। বুধবারও এর ব্যতিক্রম ছিল না।
বৃহস্পতিবার সাতসকালে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা কৃষ্ণ রায়ের মৃতদেহ দেখতে পান সবজি বাজারের সেড ঘরে। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়।। খবর যায় তেলিয়ামুড়া থানায়। ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোকজনও। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে প্রেরণ করে । কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

