জরুরি অবস্থার বর্ষপূর্তি, বিজেপির প্রতিবাদ

আগরতলা, ২৫ জুন : জরুরি অবস্থার ৪৬তম বর্ষপূর্তি-তে ত্রিপুরায় প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। আজ আগরতলায় প্রদেশ মুখ্য কার্যালয় সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা ওই প্রতিবাদে সামিল হয়েছেন। বিধানসভা কেন্দ্র ভিত্তিক দলীয় বিধায়করা ওই কর্মসূচির আয়োজন করেছেন। এক সুরে সকলেই জরুরি অবস্থার জন্য তত্কালীন কংগ্রেস সরকার ও প্রাক্তন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন।

আজ সকালে বিজেপি প্রদেশ মুখ্য কার্যালয়ের সামনে কর্মী সমর্থকরা প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন। তাতে, উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এছাড়া তাঁর সাথে উপস্থিত ছিলেন, প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা, দলের সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ আরো অনেকে। তিনি বলেন, ১৯৭৫ সালে আজকেরই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও কংগ্রেস ক্ষমতার দম্ভে দেশে জরুরি অবস্থা চাপিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে হত্যা করেছিলেন। ক্ষমতা ধরে রাখার জন্য অগণিত বিরোধী দলের নেতা, সাংবাদিক ও সাধারণ জনগণকে কারাগারে বন্দী করে দিয়েছিলেন। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে সংসদ এবং আদালতকে নিঃশব্দ দর্শক করে তুলেছিলেন।

তিনি ক্ষোভের সুরে বলেন, একটি পরিবারের বিরুদ্ধে কণ্ঠস্বর রোধ করতে জরুরি অবস্থা চাপানো স্বাধীন ভারতের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। আজ এই কালো দিনের ৪৬ তম বর্ষপূর্তি উপলক্ষে আগরতলায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি।