রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস৷ মঙ্গলবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন,বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালন করছে না সরকার৷ যুবসমাজকে নেশায় আসক্ত করে ডুবিয়ে রাখার চেষ্টা হচ্ছে৷ করোনা কারফিউ জারি করে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের গৃহবন্দী করে রাখার কৌশল নেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷


সরকারের ব্যর্থতা ও দুর্বলতা নিয়ে কোন ধরনের প্রতিবাদ করলে শাসকদলের দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হতে হচ্ছে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের৷ শুধু তাই নয় ,রাজ্যের মা-বোনেরাও রাজ্যে নিরাপদ নয় বলে তিনি অভিযোগ করেন৷ রাজ্যে প্রতিদিন নারী নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা সংঘটিত৷ নাবালিকা এবং শিশুরাও রেহাই পাচ্ছে না৷এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেই স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে৷


অথচ তিনি রাজ্যের জনগণের নিরাপত্তা দিতে পারছেন না৷ এখনের কার্যকলাপকে তিনি দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন৷ রাজ্যে নামেমাত্র করোণা কারফিউ বলবৎ রয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ মানুষ অবাধে চলাফেরা করছে৷ ফলে করোনা ব্যাপকহারে ছড়াচ্ছে৷ করোণা কারফিউর কোন তোয়াক্কা না করে শাসকদল রাজ্যের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করে চলেছে বলেও তিনি অভিযোগ করেন৷ তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ কোন ব্যবস্থা নিচ্ছে না৷
অথচ বিরোধীদল কোথাও কোন ধরনেরকর্মসূচি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হচ্ছে৷এ ধরনের কার্যকলাপকে দ্বিচারিতা বলে কংগ্রেস দল আখ্যায়িত করেছে৷এ ধরনের কার্যকলাপ শুধু ত্রিপুরাতে নয় বিজেপি শাসিত রাজ্যে চলছে বলেও উল্লেখ করা হয়৷সাংবাদিক সম্মেলনের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস আরো অভিযোগ করেন ,রাম মন্দির নির্মাণের নামে প্রচুর অর্থ রাজ্য থেকেও আদায় করা হয়েছে৷ সেই অর্থ নয়ছয় করা হয়েছে৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের শিলান্যাস করতে গিয়েছিলেন৷ যেহেতু এনিয়ে দুর্নীতির অভিযোগ ওঠেছে সেহেতু সিবিআই দিয়ে অভিযোগের তদন্ত করার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী এই ইস্যুতে কেন মুখ খুলছেন না সেই প্রশ্ণও তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ রাজ্যে করোণা আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে কংগ্রেস দলের পক্ষ থেকে সাহায্য-সহায়তা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রতিটি রাজ্য থেকে করোণায় মৃতের তালিকা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন৷ সেই নির্দেশ অনুসারে ত্রিপুরাতেও করোণায় মৃতদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস৷ এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস দে প্রমূখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *