পাটনা, ৮ জুন (হি.স.): লকডাউনের সুফলে কোভিডের আগ্রাসন কমছে বিহারে। তাই লকডাউনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে, প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী দিন সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে রাত্রিকালীন কারফিউ। কিছু কিছু বিধিনিষেধে ছাড় দেওয়া হচ্ছে, শুধুমাত্র এক সপ্তাহের জন্য। যেমন আগামী এক সপ্তাহ বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান, ৫০ শতাংশ কর্মী নিয়ে বিকেল চারটে পর্যন্ত খোলা রাখা যাবে সরকারি ও বেসরকারি অফিস। এছাড়াও প্রাইভেট যানবাহনেও অনুমতি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দু’টি টুইট করেছেন। প্রথম টুইটে তিনি লিখেছেন, “লকডাউনের জন্য করোনা-সংক্ৰমণ কমেছে। তাই লকডাউন শেষ করার পাশাপাশি সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী দিন সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে রাত্রিকালীন কারফিউ। ৫০ শতাংশ কর্মী নিয়ে বিকেল চারটে পর্যন্ত খোলা রাখা যাবে সরকারি ও বেসরকারি অফিস। বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান।” অপর টুইটে নীতীশ লিখেছেন, “অনলাইনে পড়াশোনা করা যাবে। প্রাইভেট যানবাহনে অনুমতি দেওয়া হচ্ছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত এমনই চলবে। ভিড় এড়ানো এখনও প্রয়োজন।”
2021-06-08