সংক্রমণ আরও নিম্নমুখী, আমেরিকায় দৈনিক করোনায় মৃত্যু কমে ১৬৪

ওয়াশিংটন, ৭ জুন (হি.স.): আমেরিকায় কোভিডে সংক্রমণের হার আরও কমে গেল, মৃত্যুর সংখ্যাও ২০০-র নীচে নেমে গিয়েছে। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১৬৪ জন রোগীর মৃত্যু হয়েছে। আমেরিকায় রবিবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬,৪০৮ জন। ফলে আমেরিকায় ৩৪,২১০,৭৮২-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ।
আমেরিকায় সময় অনুযায়ী, রবিবার সন্ধ্যা পর্যন্ত ১৬৪ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ১২ হাজার ৩৬৬ জনের। আমেরিকায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনার থেকে সেরে উঠেছেন ২৮,১২২,৭৩৭ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৪ লক্ষ ৭৫ হাজার ৬৭৯ জন।