নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে সমগ্র ভারত। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম-কিছু দিন আগে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছিল! কোভিডের এই দ্বিতীয় ঢেউকে অনেক বেশি ‘ভয়ঙ্কর’ ও ‘নজিরবিহীন’ আখ্যা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও প্রতিরক্ষা মন্ত্রক সেবা অক্ষুন্ন রেখেছে। বৃহস্পতিবার ভার্চুয়ালি ‘সার্ভিস ই-হেলথ অ্যাসিস্ট্যান্স ও টেলি-কনসালটেশন (সেহত) ওপিডি পোর্টালের শুভসূচনা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “কোভিডের দ্বিতীয় ঢেউ বেশি ভয়ঙ্কর ও নজিরবিহীন। কিন্তু, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও প্রতিরক্ষা মন্ত্রক সেবা অক্ষুন্ন রেখেছে।….দিল্লি, লখনউ, বারাণসী এবং দেশের অন্যত্র কোভিড হাসপাতাল ও অক্সিজেন জেনারেশন প্লান্ট সেটআপ করেছে ডিআরডিও।”
2021-05-27

