BRAKING NEWS

অরুণাচলের চাংলাং জেলায় আসাম রাইফেলস-এনএসসিএনের গোলাগুলি, হত এক জওয়ান, আহত আরও দুই

ইটানগর, ২২ মে : অরুণাচল প্ৰদেশের চাংলাং জেলার জয়রামপুর অঞ্চলে আসাম রাইফেলস এবং ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (খাপলাং গোষ্ঠী)-এর সশস্ত্র ক্যাডরদের মধ্যে প্রচণ্ড সংঘৰ্ষে এক জওয়ান শহিদ হয়েছেন। এছাড়া গোলাগুলির দরুন আসাম রাইফেলসের আরও দুই জওয়ান আহত হয়েছেন বলে প্রাপ্ত খবরে প্রকাশ। শহিদ জওয়ান-কে অবতার চাকমা বলে শনাক্ত করা হয়েছে।

বিলম্বে প্রাপ্ত খবরে প্রকাশ, ভারত-মায়ানমার সীমান্তবৰ্তী জয়রামপুরের জঙ্গলাকীর্ণ লংরি গ্রামে এনএসসিএন-এর সশস্ত্র একদল ক্যাডার ঘাঁটি গেড়েছে বলে গোপন সূত্রে আধাসেনা আসাম রাইফেলসের গোয়েন্দারা খবর পান। সে অনুযায়ী আজ সকালে ১৯ ব্যাটালিয়নের আসাম রাইফেলসের জওয়ানরা লংরি গ্রামে হানা দিয়ে গোটা অঞ্চল ঘিরে ধরেন। ইত্যবসরে সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ জঙ্গিরা আসাম রাইফেলসের জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। পালটা জবাব দিতে শুরু করেন আধাসেনা জওয়ানরা। প্ৰায় ২৫ মিনিট এই সংঘর্ষ চলে।

সংঘর্ষে অসম রাইফেলসের জওয়ান অবতার চাকমা-র দেহে গুলি লাগে এবং তিনি শহিদ হন। এদিকে গোলাগুলিতে দুই সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের নাম জানা সম্ভব হয়নি। তবে, আহত জওয়ান-রা বিপদমুক্ত বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *