সৎ মায়ের অত্যাচার, ফাঁসিতে আত্মঘাতী ছেলে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ মে৷৷ ফাঁসিতে আত্মঘাতী হল মূক ছেলে৷ অভিযোগের তীর সৎ মায়ের বিরুদ্ধে৷ রোমহর্ষক এই ঘটনাটি ঘটে বিশালগড় থানাদিন ধবজনগর এলাকায়৷ মৃতের নাম সুমন মিয়া৷ বয়স আনুমানিক বাইশ৷ পিতা নজুমিয়া৷

স্থানীয়দের সূত্রে খবর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে অত্যাচার সহ্য করতে না পেরে নীজ বাড়িতে ফাঁসিতে আত্মঘাতি হয়৷ জানা গেছে সুমনের পিতা গত দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে করে৷ মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন নজুমিয়া৷ বিয়ের কিছুদিন পর থেকেই মূক ছেলের ওপর ক্রমাগত অত্যাচার করত সৎ মা পারুলা বেগম৷ এমনই অভিযোগ ধবজনগর বাসির৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়৷ অভিযুক্ত মায়ের শাস্তির দাবি জানান এলাকাবাসীরা৷