কলকাতা, ২০ মে ( হি স): করোনা হানায় নাস্তানাবুদ সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি । ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বহু অভিনেতা অভিনেত্রী থেকে গায়ক-গায়িকারা । এরই মাঝে কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন গায়ক অরিজিৎ সিং-এর মা । কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার রাতে প্রয়াত হন অরিজিৎ সিং- র মা । বৃহস্পতিবার তার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ।
প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা । এই পরিস্থিতিতে মে মাসের গোড়ার দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অরিজিৎ সিংয়ের মা । যদিও ১৭ মে করোনামুক্ত হন অরিজিৎ সিং এর মা অদিতি সিং । কিন্তু কয়েকদিন পরেই ফের অসুস্থ হয়ে পরেন তিনি । ভর্তি করা হয়েছিল ঢাকুরিয়ার আমরি হাসপাতালে । জানা যায় সেরিব্রাল স্ট্রোক হয় তাঁর । এরপরে বুধবার রাত ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়কের মা । বৃহস্পতিবার সকালে অরিজিৎ সিং -এর মায়ের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে

