কাবুল, ৯ মে (হি.স.) : কাবুলের একটি স্কুলে ভযাবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দেশের আভ্যন্তরীণ মন্ত্র সূত্রে খবর শনিবার বিকেলে কাবুলের পশ্চিম প্রান্তে স্থানীয় শহিদ-উল-শুহাদা হাই স্কুলে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে। সূত্রে এ খবর জানা গেছে একটি গাড়ি বিস্ফোরণের মধ্য দিয়ে প্রথম ঘটনাটি ঘটে। এরপর পরপর দুটি রকেট হামলা হয়। যদিও এখনো পর্যন্ত কোন গোষ্ঠী বা ব্যক্তিগতভাবে কেউ এই আমলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় প্রশাসনের মতে এই হামলার নেপথ্যে জঙ্গিগোষ্ঠী তালিবান এর হাত থাকতে পারে।
শিয়া অধ্যুষিত দস্ত-এ-বারচি এলাকায় অবস্থিত সৈয়দ আল-শাহদা বিদ্যালয়ের কাছে এই বিস্ফোরণ হয়। অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও জানানো হয় যে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা জানান, বিস্ফোরণটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল।