আগরতলা, ৭ মে (হি. স.)৷৷ ত্রিপুরায় করোনার প্রকোপ মারাত্মকভাবে বেড়ে চলেছে৷ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জেনেছেন৷ প্রধানমন্ত্রী ত্রিপুরাকে করোনা মোকাবিলায় সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন৷
আজ টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ত্রিপুরার করোনা পরিস্থিতি এবং তা মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন৷ ত্রিপুরাবাসীর কুশল মঙ্গল কামনা করে প্রধানমন্ত্রী ত্রিপুরাকে করোনা মোকাবিলায় সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন৷
প্রসঙ্গত, সারা দেশের সঙ্গে ত্রিপুরায় করোনার সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ প্রতিদিন সংক্রামিতর সংখ্যা বৃদ্ধির জেরে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে চলেছে৷ ফলে, পরিস্থিতি যেকোন সময় নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে বলেও আশংকা করা হচ্ছে৷