দিনহাটা, ৭ মে (হি. স.) : কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেতা উদয়ন গুহর ওপর হামলার প্রতিবাদে তৃণমূলের ডাকা ৩০ ঘণ্টা দিনহাটা বনধে স্তব্ধ জনজীবন। শুক্রবার সকাল থেকে দিনহাটা শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা। হাট-বাজার খোলেনি। সরকারি বেসরকারি বাস দেখা মেলেনি। তবে নতুন করে যাতে অশান্তি না ঘটে সেজন্য কড়া পুলিশি প্রহরা ছিল বিভিন্ন এলাকায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার তৃণমূল নেতা উদয়ন গুহর উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় উদয়ন গুহর ডানহাত ভেঙে যায়। তাঁর মেরুদণ্ড চোট পায়। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে দিনহাটা শহরে ৩০ ঘন্টা বনধের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৬টা থেকে এই বনধ শুরু হয়। তৃণমূল নেতা বিশু ধর বলেন, যেভাবে আমাদের নেতা উদয়ন গুহর ওপর বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তারই প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে।’ হিন্দুস্থান সমাচার / সোনালি
2021-05-07

