রিও ডি জেনেইরো, ২ মে (হি.স.): কোভিডের প্রকোপে ক্রমেই বেসামাল হয়ে পড়ছে ব্রাজিল। ব্রাজিলে ফের বাড়ল দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ২ হাজার ২৭৮ জনের মৃত্যু হয়েছে, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০,০১৩ জন। ফলে ব্রাজিলে ৪ লক্ষ ০৬ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শনিবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ২ হাজার ২৭৮ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ০৬ হাজার ৫৬৫-তে পৌঁছেছে।
শনিবার সারাদিনে করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা আরও বেড়েছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১ মে সারা দিনে ব্রাজিলে নতুন করে ৬০,০১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৪,৭২৫,৯৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩,২৪২,৬৬৫ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০৭৬,৭৪৫ জন।
2021-05-02