ডিব্রুগড় (অসম), ২ মে (হি.স.) : ফের একবার বিজেপি জোট অসমে সরকার গঠন করতে চলেছে। সম্ভাব্য ফলাফল দেখে জোর গলায় দাবি করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তাঁর কথায়, অসমে বিজেপি জোট জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় রয়েছি আমরা।
রবিবার সংবাদিকদের মুখোমুখি হয়ে সনোয়াল বলেন, সম্ভাব্য ফলাফলে স্পষ্ট বিজেপি, ইউপিপিএল এবং অসম গণ পরিষদ জোট বেঁধে সরকার গঠন করবে। তাঁর মতে, এই ফলাফল জনগণের বিপুল সমর্থনের প্রতিফলন। তিনি বলেন, আমাদের গণনা সমাপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্ত, সম্ভাব্য ফলাফলে নিশ্চিত হয়ে গেছে, জনাদেশ আমাদের পক্ষে গিয়েছে। প্রসঙ্গত, অসম বিধানসভায় ১২৬ আসনে গণনা চলছে।
এই মাত্র প্রাপ্ত খবরে জানা গিয়েছে, মাজুলি থেকে সর্বানন্দ সনোয়াল অনেকটাই এগিয়ে রয়েছেন। এই বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী রাজীবলোচন পেগু পিছিয়ে রয়েছে। শাসক দল বিজেপি এখন পর্যন্ত ৬০টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস ২৬টি আসনে এগিয়ে গেছে।
অসম-এ তিন দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজ্যের ১২৬টি আসনে প্রথম দফায় ২৭ মার্চ, দ্বিতীয় দফায় ১ এপ্রিল এবং তৃতীয় দফায় ৬ এপ্রিল ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। তিন দফায় ভোটে বিজেপি এবং কংগ্রেস ভোটারদের মন জয়ে একাধিক প্রয়াস নিয়েছে। ২০১৬ সালে বিজেপির জোট-এর জয়ের সাথে তরুণ গগৈয়ের নেতৃত্বে কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান হয়েছিল।
গত নির্বাচনে ১২৬ আসনে বিজেপি জোট ৮৬টি আসনে জয়ী হয়েছিল। বুথ ফেরত সমীক্ষাও অসমে বিজেপি জোটের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল। কারণ, নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অংশ নিয়েছিলেন। অবশ্য, এআইসিসি সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীও অসমে কংগ্রেসের জয়ে প্রচারে অংশ নিয়েছিলেন। কিন্ত, আজ গণনায় দেখা যাচ্ছে সমস্ত চেষ্টা বিফলে যাচ্ছে।
2021-05-02