নয়াদিল্লি, ৩০ এপ্রিল(হি.স) : দেশে আন্তর্জাতিক উড়ানের ওঠানামায় নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়াল কেন্দ্র। তবে বন্দে ভারত মিশনের মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক বাবল তৈরি করে আগে যে সব বিমানকে পরিষেবা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছিল সেগুলি চালু থাকছে। ‘আন্তর্জাতিক সফর বাবল’-এ যুক্ত অন্যান্য দেশগুলি আপত্তি না জানালে এই পরিষেবা আপাতত চালু থাকবে বলেই জানিয়েছে দি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এ্যাভিয়েশন (ডিজিসিএ)। দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণের আবহেই এই সিদ্ধান্ত।
দেশে আন্তর্জাতিক বিমানের ওঠা-নামায় লক ডাউনের শুরু থেকেই নিষেধাজ্ঞা জারি করেছিল ডিজিসিএ। শুক্রবার টুইটারে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে তারা বলে, এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই নিয়ন্ত্রণ আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমানের ক্ষেত্রে কার্যকর হবে না। ডিজিসিএ-র বিশেষ অনুমোদন পাওয়া আন্তর্জাতিক উড়ানেরও ক্ষেত্রেও এই নির্দেশ গণ্য হবে না। এ ছা়ড়া জরুরি পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী কিছু বিশেষ উড়ানের অনুমতি দেওয়া হতে পারে। তবে পরিস্থিতির বিচার করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে ডিজিসিএ।