নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): গত ৪ মার্চ নিয়েছিলেলন করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ, আর বৃহস্পতিবার টিকার দ্বিতীয় ডোজ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর অন্যদেরও টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল। কেজরিওয়াল টুইট করে অনুরোধ জানিয়েছেন, “প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যাঁরা যোগ্য তাঁরা টিকা নিন।”
গত ৪ মার্চ দিল্লির এলএনজেপি হাসপাতালে করোনা-টিকার প্রথম ডোজ নিয়েছিলেন কেজরিওয়াল। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ডোজ নেওয়ার পর কেজরিওয়াল জানিয়েছেন, “টিকার দ্বিতীয় দফার ডোজ নিলাম বৃহস্পতিবার। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যাঁরা যোগ্য তাঁরা টিকা নিন।”
2021-04-29