আশঙ্কাই সত্যি, স্ত্রীর পর করোনা-আক্রান্ত অশোক গেহলট

জয়পুর, ২৯ এপ্রিল (হি.স.): আশঙ্কাই সত্যি হল। স্ত্রীর পর এবার করোনাভাইরাসে সংক্রমিত হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বৃহস্পতিবার অশোক গেহলট টুইট করে জানিয়েছেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি আইসোলেশনে রয়েছি।” বুধবারই অশোক গেহলট জানিয়েছিলেন, তাঁর স্ত্রী সুনীতা গেহলট কোভিডে সংক্রমিত হয়েছেন। স্ত্রী করোনা-আক্রান্ত হওয়ায় গেহলট আইসোলেশনে ছিলেন।
এরপর অশোক গেহলটও করোনা-পরীক্ষা করিয়েছিলেন। বৃস্পতিবার সেই রিপোর্ট পজিটিভ এসেছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী এদিন টুইট করে জানিয়েছেন, “বৃহস্পতিবার আমরা করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কোনওরকম লক্ষণ নেই এবং আমি ভালোই আছি। কোভিড প্রটোকল অনুসরণ করে আইসোলেশনে থেকেই কাজ চালিয়ে যাব।”