কলকাতা, ২৯ এপ্রিল (হি.স.): হিংসার থেকে রেহাই পেল না কলকাতাও। বৃহস্পতিবার সকালে বোমাবাজি হল জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত মহাজাতি সদনের সামনে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরে বোমা ফেটে কেউ হতাহত হননি। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দু’টি বোমা ফাটে মহাজাতি সদনের সামনে। স্থানীয়রা জানিয়েছেন, গাড়িতে করে এসে কেউ বা কারা বোমা ছুড়ে পালিয়ে যায়। এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রাস্তার উপরে বোমার চিহ্ন পরীক্ষা করে দেখেন তাঁরা। আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যান জোড়াসাঁকো বিধানসভার তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত। তিনি বলেন, ‘‘বোমাবাজির কথা শুনে এখানে চলে এলাম। বিজেপি প্রার্থীর দেখা মেলেনি। উনি তো ২২ নম্বর ওয়ার্ডের দীর্ঘ দিনের কাউন্সিলর। তাঁর আসা উচিত ছিল।’’ এই ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত বলেছেন, “আমার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, কিন্তু আমি মোটেও ভীত নই। আমি অবশ্যই বুথ পরিদর্শন করব। তাঁরা আমাকে খুন করার চেষ্টা করেছে এবং ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করেছে।” এদিকে, তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়িতে করে এসে বোমা ছোড়ে। সংখ্যালঘু এলাকার ভোটারদের ভয় দেখাতেই বোমাবাজি বলে তৃণমূল প্রার্থীর অভিযোগ।
2021-04-29