নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ অপরাধের গ্রাফ ক্রমশ উর্ধমুখী ত্রিপুরায়৷নারী নির্যাতন,নারী ধর্ষনের মতো ঘটনার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে রাজ্যে৷বেড়ে চলেছে শিশু ধর্ষনের ঘটনাও৷ মুঙ্গিয়াকামী থানা এলাকার ৩৬ মাইল এলাকায় এক শিশু কন্যা ধর্ষনের রেশ কেটে ওঠার আগেই কুমারঘাট থানাধীন নতুনবাজার এলাকায় ধর্ষণের শিকার পাঁচ বছর বয়সী আরো এক কন্যা শিশু৷অভিযুক্ত গ্রামেরই এক নাবালক৷
এনিয়ে কুমারঘাট থানায় ধর্ষিতার পরিবারের তরফে অভিযোগ জানানো হলে কুমারঘাট থানার পুলিশ সুনিদৃষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে আটক করেছে৷ঘটনার বিবরনে জানা গেছে ধর্ষিতার বাড়িতে এসে খেলার ছলে গোয়াল ঘড়ে নিয়ে গিয়ে তার উপর পাশবিক লালশা চরিতার্থ করে প্রতিবেশি নাবালক৷ ঘরে ফিরে শারিরিক অসুস্থতা বোধ করলে শিশুটি পুরো ঘটনা তার মাকে বলে৷সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার শারিরিক পরিক্ষা হয়৷পরিবারের তরফ থেকে মামলা করা হয় কুমারঘাট থানায়৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন কুমারঘাট থানার আধিকারিক প্রদ্যুত দত্ত৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷