নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ এপ্রিল৷৷ কাকাতো ভাইকে ছুরিকাঘাত এর অপরাধে আসামি সাব্যস্ত করে বিশালগড় অতিরিক্ত জেলা দায়রা আদালত কারাবাসের সাজা ঘোষণা করে৷ জানা যায় ১১/০৯/২০১৪ সালে বিকাল ৪ঃ৩০ মিনিট নাগাদ পারিবারিক ঝামেলা কে কেন্দ্র করে চন্দন অধিকারী তার কাকাতো ভাই গৌতম অধিকারী কে ছুরি দিয়ে আঘাত করে এবং গৌতম অধিকারী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে৷
পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা করা হয়৷ মামলা নম্বর হল ৭০/২০১৪৷ দীর্ঘ সময়ের পর বিশালগড় অতিরিক্ত জেলা দায়রা আদালত অভিযুক্ত চন্দন অধিকারী কে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি ৪৪৭ এর তিন বছর, ৩২৬ এর দশ বছর এবং ৩০৭ ধারায় আরও ১০ বছর জেল এবং ১০,০০০ টাকা সহ সাজা ঘোষণা করে অনাদায়ে আরও তিন মাসের জেলের সাজা ঘোষণা করে৷সরকারপক্ষে মামলাটি পরিচালনা করে এডভোকেট জ্যোতিপ্রকাশ দাস৷