করোনা আক্রান্ত হয়ে উত্তরপ্রদেশের এক মন্ত্রীর মৃত্যু

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স) : করোনায় আক্রান্ত হয়ে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার এক সদস্যের মৃত্যু হল। মৃত মন্ত্রীর নাম হনুমান মিশ্র। লখনউয়ের এক হাসপাতালে মঙ্গলবাবার তিনি মারা যান।  তাঁর করোনা টেস্ট পজিটিভ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।


করোনা আক্রান্ত হওয়ার পর হনুমান মিশ্রকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়। তারপর মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর আসে। এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করোনা ধরা পড়ে। তিনি এখন কোয়ারেন্টাইনে আছে।


করোনার দ্বিতীয় ঢেউয়ের সব থেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে তার পরই আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের পরেই রয়েছে দিল্লি। উত্তরপ্রদেশের সোমবার ৫৮ হাজার ৯২৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশের সংখ্যাটা ২৮ হাজার ২১১। দিল্লিতে সোমবার ২৩ হাজার ৬৮৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *