নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যে ফের দেশজুড়ে লকডাউনের আশঙ্কায় কিছুটা স্বস্তি দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ।মঙ্গলবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানালেন, গত বছরের মতো পরিস্থিতি এবার আর হবে না । সারাদেশব্যাপী রেল পরিষেবা বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই । রেলমন্ত্রী পীযূষ গোয়েল একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানান এই কথা ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত দেশ । এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় লকডাউন ও নাইট কার্ফু ঘোষণা করা হচ্ছে । স্বাভাবিকভাবেই মানুষের মনে ফিরে আসছে পুরনো আতঙ্ক। পরিযায়ী শ্রমিকরাও একপ্রকার আতঙ্কিত, যেনতেন প্রকারে ঘরে ফেরার চেষ্টা চালাচ্ছেন দলে দলে। সম্প্রতি সারা দেশে বেশ কিছু স্টেশনে ও বড় বড় বাস টার্মিনালে দেখা যাচ্ছে মানুষের ভিড় । সকলেই ঘরে ফেরার জন্য ব্যাগ্র। এই পরিস্থিতিতে রেলমন্ত্রীর আশ্বাস নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দেবে পরিযায়ীদের।
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি রেলের সমস্ত অফিসাররা প্রত্যেকটি পরিস্থিতির ওপর নজর রাখছে নির্ধারিত ট্রেন ছাড়াও বেশকিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছে ভয় পাবেন না । ট্রেন আছে, ট্রেন চলছে্দেশব্যাপী লকডাউনে কোন পরিস্থিতি আপাতত নেই’ ।
এদিকে ট্রেন বাতিল হওয়ায় ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড় হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। যেভাবে রেলকর্মীদের মধ্যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে আগামী দিনে পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। যদিও দূরপাল্লার ট্রেন পরিষেবা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।