নির্বাচনোত্তর সন্ত্রাস : ডিজিপির সাক্ষাৎ করলেন বিজেপি নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ এডিসি নির্বাচনের ভোট গণনার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে শাসক দল বিজেপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর এবং কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন৷ এই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজির সাথে সাক্ষাৎ করেন বিজেপির এক প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে ছিলেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম৷ কিন্তু, কোন ধরনের সন্ত্রাসের ঘটনা ঘটেনি৷

এখন এমন কি পরিস্থিতি তৈরী হয়েছে যে নির্বাচনোত্তর সন্ত্রাস হচ্ছে৷ শুধু তাই নয় নবেন্দু ভট্টাচার্য বলেন বিজেপির কর্মী সমর্থকরাও এই হামলার প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে৷ তবে, এক্ষেত্রে দল চাইছে না কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক৷ তিনি বলেন, পুলিশ প্রশাসনের কাছে দাবী জানানো হয়েছে যাতে অবিলম্বে এই সন্ত্রাস রুখতে কঠোর মনোভাব প্রদর্শন করা হয়৷ সেই সাথে যদি কোন পুলিশ কর্মীকে এই সন্ত্রাস দমনে অসহযোগিতা করতে দেখা যায় তাহলে তাঁর বিরুদ্ধেও যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবীও পুলিশের ডিজির কাছে রাখা হয়েছে বিজেপির তরফ থেকে৷