নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যেন সুনামির আকার নিতে চলেছে৷ গত কয়েকদিন ধরে ক্রমশই বাড়ছে সংক্রমণ৷ সংক্রমণের নিরিখে সুস্থতার হার অনেক কম৷ ২৪ ঘন্টার ব্যবধানে শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন৷ গতকালই সংক্রমিত হয়েছিল ৩৭ জন৷ ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪১২ জন৷ সবমিলিয়ে এপর্যন্ত মোট আক্রান্ত ১৭০-এর গোড়ায়৷ স্বাস্থ্য দপ্তর মেডিকেল বুলেটিনের মাধ্যমে স্পষ্টীকরণ করেছে শনিবার নতুন করে ৪১ জন করোনা ভাইরাসের শিকার হয়েছেন৷ এদিন ১ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়৷
এদের মধ্যে থেকে ৪১ জনের টেস্ট রিপোর্টে পজিটিভ এসেছে৷ আরটিপিসিআর টেস্টে ১৬ জন ও আরএটি টেস্টে ২৫ জনের টেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে৷ আক্রান্তদের মধ্যে এদিন কেউ সুস্থ হয়ে উঠেছে বলে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল বুলেটিনে এসংক্রান্ত কোনো তথ্য তুলে ধরা হয়নি৷ পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ-এ মোট আক্রান্তের সংখ্যাও মেডিকেল বুলেটিনে তুলে ধরা হয়নি৷ গত কিছুদিন ধরে করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে গতি বাড়িয়ে চলেছে তা খুবই উদ্বেগের৷ এক এক করে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৭০-এর দোরগোড়ায়৷ স্বাভাবিকভাবেই এই গতিতে সংক্রমণ ঘটতে থাকলে পরিস্থিতি খুব দ্রুতই ভয়াবহ রূপ নিতে পারে৷ এই আশঙ্কা খোদ চিকিৎসক মহলের৷ করোনার দ্বিতীয় ঢেউ-এ দুটো মৃত্যু ঘটলেও আক্রান্তের হার কিন্তু ঊধর্বমুখী৷ এই গতিতে পারদ চড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলাই বাহুল্য৷ মানুষ করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে জ্ঞাত থাকলেও বিস্ময়করভাবে সতর্কতার কোন কিছুই অবলম্বন করছে না৷

