তিপ্রাল্যাণ্ড স্টেট পার্টি ১৬টি ও বিজেপি ৯টি আসনে জয়ী, আইএনপিটি ২ এবং নির্দল ১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আজ ভোট গণনা সম্পন্ন হয়েছে৷ নির্বাচনে তিপ্রাল্যাণ্ড স্টেট পার্টি ১৬টি আসনে, ভারতীয় জনতা পার্টি ৯টি আসনে এবং আই এন পি টি ২টি আসনে এবং নির্দল প্রার্থী ১টি আসনে জয়ী হয়েছে৷ উল্লেখ্য, গত ৬ এপ্রিল এডিসি’র ২৮টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার এম এল দে বিজয়ী প্রার্থীদের নাম জানান৷ রাজ্য নির্বাচন কমিশনার জানান, ১-দামছড়া-জম্পই (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের ভবরঞ্জন রিয়াং৷

২-মাছমারা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের স্বপা রাণী দাস৷ ৩-দশদা-কাঞ্চনপুর কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের শৈলেন্দ্র নাথ৷ ৪-করমছড়া (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি’র বিমল কান্তি চাকমা৷ ৫-ছামনু কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের হংস কুমার ত্রিপুরা৷ ৬-মনু-ছৈলেংটা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের সঞ্জয় দাস৷ ৭-ডেমছড়া-কচুছড়া কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের ধীরেন্দ্র দেববর্মা৷ ৮-গঙ্গানগর- গণ্ডাছড়া (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং৷ ৯-হালাহালি-আশারামবাড়ি (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের অনন্ত দেববর্মা৷ ১০-কুলাই-চাম্পাহাওর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের অনিমেষ দেববর্মা৷ ১১-মহারাণীপুর-তেলিয়ামুড়া (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের কমল কলই৷


১২-রামচন্দ্রঘাট (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের সুুহেল দেববর্মা৷ ১৩-সিমনা-তমাকারি (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের রবীন্দ্র দেববর্মা৷ ১৪-বোধজংনগর-ওয়াকিনগর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের রুনেইল দেববর্মা৷ ১৫-জিরানীয়া (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন আই এন পি টি দলের জগদীশ দেববর্মা৷ ১৬-মান্দাইনগর-পুলিনপুর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের চিত্তর’ন দেববর্মা৷ ১৭-পেকুয়ারজলা-জন্মেজয়নগর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের গনেশ দেববর্মা৷ ১৮-টাকারজলা-জম্পইজলা (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মণ৷ ১৯-আমতলি-গোলাঘাটি (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন আই এন পি টি দলের উমাশঙ্কর দেববর্মা৷


২০-কিল্লা-বাগমা (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের পূর্ণচন্দ্র জমাতিয়া৷ ২১-মহারাণী-চেলাগাঙ্গ (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের সমাট জমাতিয়া৷ ২২-কাঁঠালিয়া-মির্জা-রাজাপুর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের পদ্মলোচন ত্রিপুরা৷ ২৩-অম্পিনগর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের সদাগর কলই৷ ২৪-রাইমাভ্যালি (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের রাজেশ ত্রিপুরা৷ ২৫-নতুনবাজার-মালবাসা (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের ডলি রিয়াং৷ ২৬-বীরচন্দ্রনগর-কলসী (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের সঞ্জীব রিয়াং৷ ২৭-পূর্ব মহুরিপুর-ভুরাতলী (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের দেবজিৎ ত্রিপুরা৷ ২৮-শিলাছড়ি-মনুবনকুল (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের কংজায়ঙ মগ৷
সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার এম এল দে ভোট গণনার কাজ সুুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷