কলকাতা, ৫ এপ্রিল (হি. স.): রাত পোহালেই তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব শুরু। এরই মাঝে সোমবার সপ্তাহের শুরুতেই শহরে হাজির জয়া বচ্চন। আর তারপরেই তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ‘মমতাকে যাঁরা পছন্দ করেন না তাঁদের জন্য লজ্জা’ তোপ দাগলেন জয়া বচ্চন।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের বয়সের প্রশংসা করে জয়া বচ্চন আরও বলেন, ‘এখানে অভিনয় করতে আসিনি। তৃণমূলকে সমর্থন করি। তাই দলের তরফে এসেছি। আর এসেছি মমতাজির জন্য। তাঁর মানসিক দৃঢ়তা জেদ দেখে অনুপ্রাণিত হই। যে কাজ উনি করতে চান তাতে আমার পূর্ণ সমর্থন আছে থাকবে।এরপরই তিনি আসল আমার ধর্ম আমার গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আর এখানে আমি মানে আমরা সবাই। এখানে একমাত্র মমতাজি এই অধিকার রক্ষার লড়াই লড়ছেন। তাঁকে যাঁরা অপছন্দ করেন তাঁদের জন্য লজ্জা। বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাইবোন এক হউক’।