নন্দীগ্রাম, ৩১ মার্চ (হি.স) : রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নন্দীগ্রাম বিধানসভায় ভোট গ্রহণ অনুষ্ঠান ভোটগ্রহণ হবে। মঙ্গলবার শেষ হয়েছে ভোটের প্রচার পর্ব। আর বুধবার সকাল থেকে ভোট কর্মীরাও আসতে শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা ইতিমধ্যে তাদের দলীয় চিহ্ন সমেত কাগজের পতাকা ও ফ্ল্যাগ-ফেস্টুন লাগিয়ে এক প্রান্ত থেকে ও অপরপ্রান্তে ঝুলিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। ভোটগ্রহণপর্ব শান্তিপূর্ণভাবে রাখার জন্য এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও। কিন্তু তার মধ্যেও নন্দীগ্রামের আবহাওয়া বেশ থমথমে। আগামীকাল বৃহস্পতিবার চার জেলার ৩০ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠান হবে।
রাত পোহালেই নন্দীগ্রামে বিধানসভা নির্বাচন। ভোটের ঠিক আগের দিন ফের সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ‘বহিরাগত’ ইস্যুতে সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বহিরাগত গুন্ডারা ঢুকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনে এব্যাপারে অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে অবাধ ও সুষ্ঠু ভোট করতে কমিশনকে তৎপর হতে আবেদন জানিয়েছেন তিনি।
‘বহিরাগত’রা নন্দীগ্রামে ঢুকছে। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় হুমকি দিচ্ছে বহিরাগত গুন্ডারা। গোকুলনগর, বয়াল থেকে অভিযোগ এসেছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। নন্দীগ্রামে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। এবারের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যের মধ্যে সর্বাধিক চর্চিত কেন্দ্রটির নাম নন্দীগ্রাম। এই কেন্দ্র থেকেই এবার ভোটে লড়ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এই কেন্দ্রে বিজেপির বাজি ভূমিপুত্র শুভেন্দু অধিকারি। সংযুক্ত মোর্চার হয়ে নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
নন্দীগ্রামে অবাধ নির্বাচন করতে চেষ্টায় কোনও ত্রুটি নেই কমিশনেরও। জায়গায়-জায়গায় চলছে নাকা চেকিং, ভিডিওগ্রাফি, হেলিকপ্টারেও গোটা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র-সহ পার্শ্ববর্তী এলাকাতেও নজরদারি চালানো হচ্ছে। নন্দীগ্রামে ঢোকার মুখে চলছে নাকা চেকিং। ১৪৪ ধারা জারি করে বৃহস্পতিবার নন্দীগ্রামে অবাধ ভোট করতে তৎপরতা তুঙ্গে কমিশনের।
নন্দীগ্রামের সবকটি বুথকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ভোটের দিন নন্দীগ্রাম বিধানসভার ৩৫৫টি বুথে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মেতাায়েন থাকবে। ভোটের দিন শুধু নন্দীগ্রাম পাহারা দেবেন প্রায় ২ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এছাড়াও থাকবেন রাজ্য পুলিশের কর্মীরাও। মাইক্রো অবজার্ভাররা নিয়মিত বুথে-বুথে নজরদারি চালাবেন। হাইভোল্টেজ এই কেন্দ্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনার লক্ষ্যে চেষ্টায় খামতি নেই কমিশনের।
এই আবহেও নন্দীগ্রামে ভোটের ঠিক আগের দিন সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বহিরাগতরা ঢুকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে এব্যাপারে অভিযোগও জানিয়েছেন তৃণমূলনেত্রী।