নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): আগুন লাগল দিল্লির সফদরজং হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে। বুধবার সকালে সফদরজং হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় আইসিইউ ওয়ার্ডে প্রায় ৫০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, তৎক্ষণাৎ সমস্ত রোগীকে উদ্ধার করে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। পরে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার সকাল ৬.৩০-৬.৩৫ মিনিটের মধ্যে সফদরজং হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগে। প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করে নিরাপদ ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত শর্টসার্কিটের কারণেই বলে মনে করা হচ্ছে।