হাফলং (অসম), ২৯ মার্চ (হি.স.) : ডিমা হাসাও জেলায় নির্বাচন কেন্দ্রিক কিছু বিক্ষিপ্ত ঘটনা সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে ডিমা হাসাওয়ের জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পল বরুয়া আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমগ্র এই পাহাড়ি জেলায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করেছেন।
এ সংক্রান্ত বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করে জেলাশাসক জানান, ১৪৪ ধারার বলবৎকালীন সময় কোনও ব্যক্তি কোনও ধরনের আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা, বাঁশ-বেতের লাঠি, ক্যাটিবল দা-ও তথা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে চলাচল করতে পারবে না। তাছাড়া গুজব ছড়ানো, সাম্প্রদায়িক উস্কানি, ভীতি ও হুমকি প্রদর্শন ইত্যাদির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। কেউ যদি এই নির্দেশিকা অমান্য করে, তা-হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ডিমা হাসাও জেলায় মহিলা ভোটারদের ভোটদানে যোগদান বাড়াতে এবং এই সকল ভোটারকে আকর্ষিত করার লক্ষ্যে জেলার চারটি ভোটগ্রহণ কেন্দ্রকে পিঙ্ক ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন জেলা নির্বাচন কর্তৃপক্ষ। এছাড়া ১০টি ভোট গ্রহণ কেন্দ্র মহিলাদের দ্বারা পরিচালিত হবে, জানা গেছে জেলা নির্বাচন দফতর সূত্রে। নির্বাচন দফতর আরও জানিয়েছে, যে চারটি ভোট গ্রহণ কেন্দ্রকে পিঙ্ক ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়ছে, এই সব ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে গোলাপী রং দিয়ে রাঙিয়ে তোলা হবে। মহিলা ভোটারদের আকর্ষিত করার জন্য এই পদক্ষেপ। চারটি পিঙ্ক ভোট গ্রহণ কেন্দ্র যথাক্রমে এনকে দাওলাগাপু নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্র, সঞ্জাইরাজি নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্র, হাফলং সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্র এবং হাফলং সাংস্কৃতিক ভবন ভোট গ্রহণ কেন্দ্র। পিঙ্ক ভোট গ্রহণ কেন্দ্রগুলি মহিলা আধিকারিক-কর্মচারীদের দ্বারা পরিচালিত হবে।
তাছাড়া ডিমা হাসাও জেলার আরও ছয়টি ভোট গ্রহণ কেন্দ্রও পরিচালিত হবে মহিলাদের দ্বারা। এই ছয়টি ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটকর্মী থেকে শুরু করে পুলিশ নিরাপত্তা বাহিনী সবাই থাকবেম মহিলা। ভোট গ্রহণ কেন্দ্রগুলি যথাক্রমে ফিয়াংপুই হাইস্কুল ভোট গ্রহণ কেন্দ্র, রেশম দফতর ভোট গ্রহণ কেন্দ্র, হাফলং টাউনরাজি ভোট গ্রহণ কেন্দ্র, হাফলং সরকারি মহাবিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্র, সিনোদ হাইস্কুল ভোট গ্রহণ কেন্দ্র এবং সমাজ কল্যাণ দফতর ভোট গ্রহণ কেন্দ্র। এছাড়া মাইবাং কালীবাড়ি নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্র, হাফলং টাউনরাজি ভোট গ্রহণ কেন্দ্র এবং এইএন কার্যালয় ভোট গ্রহণ কেন্দ্রকে মডেল ভোট গ্রহন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে জেলা প্রশাসন। এই তিনটি কেন্দ্রে সিনিয়র সিটিজেনদের জন্য থাকবে হুইল চেয়ারের ব্যবস্থা, পানীয় জল, বসার জন্য উপযুক্ত ব্যবস্থা এবং ছোট ছোট বাচ্চাদের জন্য ঘরের ব্যবস্থা।