নয়াদিল্লি, ২৮ মার্চ (হি. স.) : রবিবার দোলের সকালে ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণের হার। এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে পাওয়া পরিসংখ্যানঅনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২,৭১৪। মৃত্যু হয়েছে ৩১২ জনের। সুস্থ হয়ে ফিরেছেন মাত্র ২৮ হাজার৭৩৯ জন।
এদিন স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৩১০। এই হারও ক্রমশ ঊর্ধ্বমুখী।করোনায় প্রাণ হারিয়েছেন দেশের মোট ১ লক্ষ ৬১ হাজার ৫৫২ জন। যদিও দেশজুড়ে চলছে টিকাদান কর্মসূচি। তবুও আটকানো যাচ্ছে নাসংক্রমণের হার। ইতিমধ্যেই সংক্রমণ বাড়তে থাকায় দিল্লি এবং অন্যান্য বিখ্যাত স্থানে হোলিতে জমায়েত বাতিল করা হয়েছে। পরিবারের সদস্যরাযাতে সকলে যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে রঙের উৎসবে শামিল হন, সেই আবেদন জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।