আগরতলা, ২৭ মার্চ (হি.স.)৷৷ আধুনিক শহরের ধাঁচে খুমুলুংকে গড়ে তোলার সাথে ২৭ দফা প্রতিশ্রুতি দিয়ে আজ ইস্তাহার প্রকাশ করল বিজেপি৷ টিটিএএডিসি নির্বাচনে বিজেপি-র নির্বাচনি ইস্তাহারে ঢালাও উন্নয়নই স্থান পেয়েছে৷
শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি এই ইস্তেহার প্রকাশ করেছে৷ বিজেপি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হলে উন্নয়নকে প্রাধান্য দেওয়া হবে৷
তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে ককবরক ভাষা এবং অন্যান্য সমস্ত জনজাতীয় ভাষাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করা হবে৷ শুধু তা-ই নয়, ভিলেজ কমিটিগুলি গণতান্ত্রিকভাবে গঠন করা হবে৷ তাঁর কথায়, জনজাতি কাস্টমারি ল সংকলন এবং উপযোগের ব্যবস্থা করা প্রাধান্য পাবে৷ জনজাতিদের ভাষা উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে৷ তিনি বলেন, প্রতিটি জনজাতি এলাকায় জোন ভিত্তিক একটি করে আবাসিক সংসৃকতি কেন্দ্র স্থাপন করা হবে৷
এদিন তিনি বলেন, খুমূলুংকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে৷ এই শহরে তৈরি হবে উচ্চ শিক্ষা কেন্দ্র, আধুনিক হাসপাতাল এবং বাজার৷ পরিণত হবে এমন এক ভ্রমণ কেন্দ্র যেখানে দেশ বিদেশের পর্যটকরা ত্রিপুরার সংসৃকতি জানতে, বুঝতে ও দেখতে আসবেন৷ সাথে তিনি যোগ করেন, খুমূলুঙের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে৷ শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী বনধন যোজনায় বনজ উৎপাদন, সংগ্রহ, প্যাকেটজাতকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এর ফলে জনজাতিদের জীবনমানের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটবে৷
তিনি বলেন, ধলাইতে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে৷ অবৈধভাবে হস্তান্তরিত জনজাতিদের জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে৷ জেলা পরিষদের গ্রামীণ বাজারগুলিকে শহরে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হবে৷ তিনি জানান, দিল্লি, শিলং, বেঙ্গালুরু এবং চেন্নাইতে ত্রিপুরা ছাত্রাবাস করার চেষ্টা করা হবে৷ খুমলুঙে একটি ফুটবল অ্যাকাডেমি স্থাপন করা হবে৷
তাঁর কথায়, বর্তমান এডিসি-কে অধিক ক্ষমতার সঙ্গে তিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করা হবে৷ এডিসি এলাকায় মার্শাল আর্টস অ্যাকাডেমি গঠন করা হবে৷ তিনি বলেন, জনজাতিদের পরম্পরাগত চিকিৎসা পদ্ধতির বিস্তার, সংকলন ও বৈজ্ঞানিক ব্যবহারের উদ্যোগ নেবে নতুন কাউন্সিল৷ প্রতিটি সাব-জোনাল এলাকায় জনজাতিদের পোশাক ও বুনন কেন্দ্র স্থাপন করা হবে৷ জুম উৎপাদিত ফসলকে অর্গানিক ফুড হিসেবে ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা হবে৷
তিনি বলেন, এডিসি-র জন্য পৃথক নিয়োগ নীতি তৈরি করা হবে৷ নতুন কাউন্সিল বাঁশবেতের প্রশিক্ষণ এবং বিপণন কেন্দ্র স্থাপন করবে৷ এডিসি-তে ভাষা শিক্ষক নিয়োগ করা হবে৷ তাঁর দাবি, এডিসি-তে অগ্ণি নির্বাপক কেন্দ্র স্থাপন করা হবে৷ যে সমস্ত জনজাতির টিনের ঘর রয়েছে তাঁদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের বন্দোবস্ত করা হবে৷ শুধু তা-ই নয়, এডিসি এলাকার সমস্ত কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় পরিণত করা হবে৷
তিনি জোর গলায় বলেন, এডিসি এলাকায় বিদ্যুতায়ন, পানীয় জল সরবরাহ এবং সোলার লাইট প্রদানের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে৷ সাথে ২০টি মডেল ভিলেজ স্থাপন করা হবে৷ সাথে তিনি যোগ করেন, এডিসি এলাকায় মুখ্যমন্ত্রী রবার মিশন প্রকল্পে জনজাতিদের রবার চাষে সহায়তা করা হবে৷