রাজ্যের ৫৫৩টি পরিবারের অন্ত্যোদয় কার্ড দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ ২০১৮ সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত ১৭,৬৩৮টি পরিবারের ৬৫,৩৬৯ জন সদস্যকে চিহ্ণিত করে প্রায়োরিটি গ্রপ (পিজি) রেশনকার্ড প্রদান করা হয়েছে এবং খাদ্য দপ্তর থেকে সহায়তা প্রদান করা হচ্ছে৷


আজ রাজ্য বিধানসভায় বিধায়ক আশিস কুমার সাহার এক প্রশের লিখিত উত্তরে খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, এই সময়ের মধ্যে ৫৫৩টি পরিবারের ১,৫৩৩ জন সদস্যকে চিহ্ণিত করে অন্ত্যোদয় কার্ড দেওয়া হয়েছে এবং খাদ্য দপ্তর থেকে সহায়তা প্রদান করা হচ্ছে৷ এদিকে, রাজ্যে সর্বমোট ২ লক্ষ ৬৬ হাজার ১৫টি পরিবারকে প্রধানমন্ত্রী উজ্জলা যোজনায় ডিপোজিট ফ্রি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে বলে খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব আজ রাজ্য বিধানসভায় জানিয়েছেন৷


বিধায়ক রামপদ জমাতিয়ার এক প্রশের লিখিত উত্তরের তিনি জানান, আই ও সি এল কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী সারা দেশে আরও ১ কোটি পরিবারকে নতুন সংযোগ দেওয়ার পরিকল্পনা বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন আছে৷ এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া আছে রাজ্যের এমন ৫,৪৫৩টি পরিবারকে এই যোজনায় গ্যাসের সংযোগ দেওয়া যাবে বলে আশা করা যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *