বার্লিন, ২৩ মার্চ (হি.স.): জার্মানিতে করোনাভাইরাসের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। করোনা তৃতীয় তরঙ্গে বেসামাল জার্মানি। কোভিড সংক্রমণ রুখতে তাই জার্মানিতে বাড়ানো হল লকডাউনের মেয়াদ। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত জার্মানিতে লাগু থাকবে কঠোর লকডাউন। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। একইসঙ্গে ইস্টার ছুটির পাঁচদিন নাগরিকদের বাড়ির বাইরে বেরোতে বারণ করেছেন জার্মান চ্যান্সেলর। ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে একেবারে কঠোর, ইস্টার ছুটির ওই সময় সমস্ত দোকান, এমনকি মুদির দোকানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জার্মানিতে ২২ মার্চ সারা দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮,২৬২ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। ফলে জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬,৭৮,২৬২৫ জন এবং মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৪১৮ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২,৪৩৩,৮০০ জন। এই অবস্থায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, “দেশের করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে আছি। ভাইরাস আরও মারাত্মক।
2021-03-23