দেহরাদুন, ২২ মার্চ (হি. স.) : করোনায় আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত । সোমবার তিনি স্বয়ং এই খবর জানিয়েছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত করোনায় আক্রান্ত হয়েছেন বলে সোমবার তিনি স্বয়ং এই খবর জানিয়েছেন। তিনি বলেন, যদিও তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে চিকিৎসকরা তাঁকে আইসোলেশন থাকার পরামর্শ দিয়েছেন। এরমধ্যে সরকারিভাবে একটি চিকিৎসক দল গঠন করে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। যারা কয়েকদিন আগে তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা অবিলম্বে শারীরিক পরীক্ষা করে নিজেদের সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন।