ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, দেশে করোনার দৈনিক সংক্রমণ ৪৭ হাজার ছুঁইছুঁই

নয়াদিল্লি, ২২ মার্চ (হি. স.) :  সপ্তাহের প্রথম দিনেই দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্যমন্ত্রকের   পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪৬ হাজার ৯৫১ জন। মৃত্যু হয়েছে ২১২ জনের। তুলনায় সুস্থতার হার অনেকটাই কম। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২১ হাজার ১৮০ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৪ হাজার ৬৪৬।   শুধুমাত্র মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। আর প্রাণ হারিয়েছেন ৯৯ জন।  
সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন, ৪৬ হাজার ৯৫১ জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৮৪৬ জন। এনিয়ে দেশে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক কোটি ১৬ লক্ষ ৪৬ হাজার ৮১ জনে। নতুন করে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন ২১২ জন। এদিন সকাল আটটা পর্যন্ত করোনার বলি হলেন এক লক্ষ ৫৯ হাজার ৯৬৭ জন।’

দৈনিক সংক্রমণ যেমন লাফিয়ে বাড়ছে তেমনই দৈনিক সুস্থতার হার যথেষ্টই নিরাশাজনক। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুয়ায়ী, ‘গত ২৪ ঘন্টায় দেশজুড়ে মারণ ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৮০ জন। এ নিয়ে এখনও দেশে করোনাকে জয় করলেন এক কোটি ১১ লক্ষ ৫১ হাজার ৪৬৮ জন। একদিনে দেশে সক্রিয় করোনা রুগীর সংখ্যা বেড়েছে ২৫ হাজার ৫৫৯ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৪ লক্ষ ৩৪৬ জনে।’ দেশে করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যে জোরকদমে চলছে টিকাকরণের কাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *