নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভার স্পিকারের শরীরে কোভিড-১৯ ভাইরাসের সন্ধান মিলেছে গত ১৯ মার্চ। পর্যবেক্ষণের জন্য ২০ মার্চ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস) কোভিড সেন্টারে ভর্তি করা হয়েছিল লোকসভার স্পিকার ওম বিড়লাকে। এখন তিনি স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে।
রবিবার এইমস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৯ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লার করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। পর্যবেক্ষণের জন্য ২০ মার্চ তাঁকে এইমস কোভিড সেন্টারে ভর্তি করা হয়। এখন তিনি স্থিতিশীল রয়েছেন। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে।