ব্রাজিলে দৈনিক মৃত্যু ২,৩৩১ জনের, করোনা-সংক্রমণে ফের রেকর্ড!

রিও ডি জেনেইরো, ২১ মার্চ (হি.স.): ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুতে ফের রেকর্ড গড়ল ব্রাজিল। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ২ হাজার ৩৩১ জনের প্রাণ, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩,৪৫০ জন। ফলে বাড়তে বাড়তে ব্রাজিলে ২ লক্ষ ৯২ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শনিবার) ব্রাজিলে নতুন করে ২ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ৮৫৬-তে পৌঁছেছে।


করোনা-সংক্রমিত রোগীর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শনিবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৭৩,৪৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১১,৯৫০,৪৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১০,৪১৯,৩৯৩ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,২৩৮,২১০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *