প্রস্তাবিত রাজ্য বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত রাজ্য বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে আখ্যায়িত করেন৷ ২০২১-২২ আর্থিক বছরের প্রস্তাবিত রাজ্য বাজেট সম্পর্কে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তার প্রতিক্রিয়ায় এই অভিমত ব্যক্ত করেন৷ উল্লেখ্য, আজ বাজেট অধিবেশনের প্রথম দিনে ২০২১-২২ অর্থবছরের জন্য ২২,৭২৪.৫০ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে৷


আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী এই প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী বাজেট হিসেবে উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেট যেরকম জনকল্যাণকর তেমনি প্রস্তাবিত রাজ্য বাজেটও জনহিতকর৷ প্রস্তাবিত এই বাজেটে জনগণের উপর কোনও করের বোঝা চাপানো হয়নি৷ পাশাপাশি, প্রাইমারি সেক্টর যেমন ক’ষি, উদ্যান, মৎস্যচাষ, প্রাণীপালন সহ পর্যটন, স্বাস্থ্য, শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, একটি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বনির্ভরতা প্রয়োজন৷ ইজ অব লিভিং এবং ইজ অব বিজনেস এই দুই প্যারামিটারের উপর দাঁড়িয়ে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে৷ তিনি জানান, পর্যটন ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে মোট বাজেটের ৭ কোটি ১৪ লক্ষ বরাদ্দ ছিলো৷ ২০২১-২২ অর্থবছরে ১৫ কোটি ৫০ লক্ষ টাকা প্রস্তাব পেশ করা হয়েছে৷ গতবারের তুলনায় বৃদ্ধি করা হয়েছে ২১৭.২৯ শতাংশ৷ তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে মোট বাজেটের ২৮ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ ছিলো৷ ২০২১-২২ অর্থবছরে ৫৬ কোটি ৭৭ লক্ষ টাকা প্রস্তাব পেশ করা হয়েছে৷ বৃদ্ধি পেয়েছে ১৯৭.৯৪ শতাংশ৷ তিনি জানান, পূর্বতন সরকারের সময়ে কৃষি সহ কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়নের গ্রোথ ছিলো ৬.৪ শতাংশ৷ বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩.৯ শতাংশ৷ প্রাথমিক ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে বাজেটে বরাদ্দ ছিলো ৮৮৭ কোটি ৪৩ লক্ষ টাকা৷


এবছরের বাজেটে এই ক্ষেত্রে বাজেট প্রস্তাব করা হয়েছে ১২৫০ কোটি ৪৭ লক্ষ টাকা৷ ১৪০.৯১ শতাংশ এই ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে৷ স্বাস্থ্যক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাদ্দ ছিলো ১১৫৭ কোটি ১২ লক্ষ টাকা৷ ২০২১-২২ অর্থবছরের বাজেটে ১৪৪৩ কোটি ৪৭ লক্ষ টাকা প্রস্তাব পেশ করা হয়েছে৷ এইক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা হয়েছে ১৩৬.৫৫ শতাংশ৷ শিক্ষাক্ষেত্রে গত অর্থবছরের বাজেট ছিলো ৩৮১০ কোটি ৯৬ লক্ষ টাকা৷ ২০২১-২২ অর্থবছরে বাজেটে প্রস্তাব করা হয়েছে ৪১৫২ কোটি ৬২ লক্ষ টাকা৷ বৃদ্ধি করা হয়েছে ১০৮.৯৭ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *