কলকাতা, ১৯ মার্চ (হি. স.) : নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার পর ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবারই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। ওই দলে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, সাংসদ প্রতিমা মণ্ডল ও সাংসদ মহুয়া মৈত্র।
শাসক দলের অভিযোগ, ভোট দরজায় কড়া নাড়ছে। এখন রাজ্যের পুলিশ-প্রশাসন নির্বাচন কমিশনের হাতে। আর এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে দিকে-দিকে বিক্ষোভই হোক বা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের উপর হামলা, রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানান তাঁরা।
প্রসঙ্গত, বিজেপি নিজেদের প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই দিকে-দিকে বিক্ষোভ চলছে, তাতে নানা জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। আবার বৃহস্পতিবারই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়ির উপর হামলা হয়। ভেঙে তাঁর গাড়ির কাচও। বিজেপি শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও তা অস্বীকার করেছেন বিজেপি জেলা নেতৃত্ব